Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

চলমান মামলা

বাংলাদেশ জুট করপোরেশন

আদমজী কোর্ট এনেক্স ভবন-২

১১৯-১২০, মতিঝিল বা/এ,ঢাকা।

বিষয়ঃ  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৯/০৯/২০১৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজেসির সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত বিষয়ে অনুচ্ছেদওয়ারী অগ্রগতির প্রতিবেদন প্রেরণ প্রসংগে।

অনুচ্ছেদ ৮ (জ)

দপ্তর/সংস্থা/পরিদপ্তর/অধিদপ্তর/বোর্ড এর নাম

মামলার সংখ্যা

বর্তমান মাসে আগত

মোট

মামলা নিস্পত্তি

মাস শেষে পেন্ডিং মামলার সংখ্যা

উচ্চ আদালত

নিম্ন আদালত

উচ্চ আদালত

নিম্ন আদালত

 

উচ্চ আদালত

(পক্ষে)

নিম্ন আদালত

(পক্ষে)

উচ্চ আদালত

(বিপক্ষে)

নিম্ন আদালত

(বিপক্ষে)

১০

১১

বাংলাদেশ জুট করপোরেশন

৮১ টি

১৮৬ টি

--

--

২৬৭টি

১টি

---

--

--

২৬৬ টি

অনুচ্ছেদ ৮ (ঝ)

মামলার নং ও মিল/প্রতিষ্ঠানের নাম

মামলার বিষয় (সংক্ষিপ্তভাবে)

মামলার বাদী/বিবাদী

মামলা মনিটরিং কর্মকর্তার নাম ও পদবী

দপ্তর/সংস্থার ট্যাগ অফিসারের নাম ও পদবী

সংক্ষিপ্তভাবে বাস্তবায়ন অগ্রগতি

এফ,এ নং-৩০৫/০৪

বাংলাদেশ জুট করপোরেশন

মেসার্স রাজা জানকী নাথ রায় নামীয় সংস্থার সম্পত্তির মালিকানা সংক্রান্ত মামলা।

বাদী-হাজী মনসুর আহমেদ গং বিবাদী-বিজেসি গং

জনাব মোঃ লিয়াকত আলী,

উপ-সচিব

জনাব মোঃ লুৎফর রহমান, পি,ও

মামলাটি দৈনিক কজলিষ্টে অর্ন্তভুক্ত করে শুনানী সম্পন্নের জন্য সংশ্লিষ্ট আইনজীকে তাগিদ দেয়া হচ্ছে।

সিভিল রিভিশন নং-৫২০৩/০৭

বাংলাদেশ জুট করপোরেশন

সংস্থার দৌলতপুরস্থ এম কে-২ প্রেস হাউজের সম্পত্তির মালিকানা সংক্রান্ত  মামলা।

বাদী-জনাব শহিদুল ইসলাম, বিবাদী-বিজেসি

মামলাটি দৈনিক কজলিষ্টে অর্ন্তভুক্ত করে শুনানী সম্পন্নের জন্য সংশ্লিষ্ট আইনজীকে তাগিদ দেয়া হচ্ছে।

রীট পিটিশন নং-৬৯১১/১৩

বাংলাদেশ জুট করপোরেশন

চট্টগ্রামস্থ এপিসি রেলী প্রেস হাউজের সম্পত্তি বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি নং-০২/১৩ (১মবার) এর বিরুদ্ধে মামলা।

বাদী-সেলিম বিন সালেহ,

বিবাদী-সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গং

মামলাটি দৈনিক কজলিষ্টে অর্ন্তভুক্ত করে শুনানী সম্পন্নের জন্য সংশ্লিষ্ট আইনজীকে তাগিদ দেয়া হচ্ছে।

লীভ টু আপীল নং-২২০৮/১৩

বাংলাদেশ জুট করপোরেশন

ইউনির্ভাসেল জুট ট্রেডার্স নামীয় সম্পত্তির মালিকানা সংক্রান্ত মামলা।

বাদী- সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গং বিবাদী-সত্যেন্দ্র কৃষ্ণ চৌধুরী

মামলাটি শুনানীঅন্তে সংস্থার পক্ষে রায় হয়েছে।

এফ,এ,টি নং-১০৫/০৫ (এফ,এ নং-৪৯/০৫)

বাংলাদেশ জুট করপোরেশন

নারায়ণগঞ্জ জেলার টানবাজারস্থ রেলী কুলী বাগানের সম্পত্তির মালিকানা সংক্রান্ত মামলা।

বাদী-বিজেসি গং বিবাদী-গোলাম রহমান গং

মামলাটি শুনানীঅন্তে সংস্থার পক্ষে রায় হয়েছে।

 


Share with :

Facebook Facebook